সোমবার, ২৩ জুন, ২০১৪

এক কাপ চা (জেন গল্প) ~ আরাফ করিম

Zen Buddhism-এর প্রতীক
বোধিধর্ম’ নামে একজন ভারতীয় বৌদ্ধ ধর্ম সন্ন্যাসী ধর্ম প্রচারের উদ্দেশ্যে পঞ্চম শতাব্দীর গোড়ার দিকে চিনে গিয়েছিলেন । চিনে তখন তাও ধর্মের প্রচলন থাকলেও অনেক চিনারাই এই ধর্মকে গ্রহণ করেন ।
‘ধ্যান’ বৌদ্ধ ধর্মে অত্যন্ত গুরুত্বপুর্ন । তো এই ভারতীয় শব্দ ‘ধ্যান’ চিনে গিয়ে হয় Chán । অস্টম শতাব্দীর শুরুর দিকে Chán এর ধারনা পৌছায় জাপানে । Chán এর জাপানি সঙ্করণ হল Zen । সার্বজনিন ভাবে বলা হয় Zen Buddhism
এই Zen Buddhism-এর সন্ন্যাসীদের নিয়ে অনেক শিক্ষামূলক গল্প প্রচলিত আছে । এসব গল্পকে বলা হয় জেন গল্প ।বহুল প্রচলিত একটি জেন গল্প-

এক কাপ চা
Nan-in (১৮৬৮-১৯১২), জাপানের একজন জেন বৌদ্ধ সন্ন্যাসী । একবার এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার কাছে এলো জেন বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানতে ।
Nan-in অধ্যাপককে চা দিয়ে আপ্যায়ীত করার জন্যে তার সামনে একটি কাপ রাখলেন এবং তাতে চা ঢালতে থাকলেন । পেয়ালাটি ভরে যাওয়ার পরেও তিনি চা ঢ়ালতেই থাকলেন ।

অধ্যাপক যখন দেখলেন Nan-in থামছেন না তখন তিনি বলে উঠলেন – “এটা সম্পুর্ণ ভরে গেছে, আর তো জায়গা নেই” ।
“এই কাপটির মতই” Nan-in বললেন “আপনিও আপনার ও মতামত ধারনায় পূর্ণ হয়ে আছেন । খালি না হওয়া অব্দি আমি আপনাকে কি করে জেন সম্পর্কে ধারনা দিই ?”


গল্প ও ছবি : ইন্টার্নেট
ব্লগ :  www.arafkarim.tk



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন