শুক্রবার, ২২ মে, ২০২০

সাগরে আলাপ

- কিরে ঘটনা কি?
- কি জানি। কিছুই তো বুঝতে পারছি না।
- কাল শুনলাম নৌকায় দুই লোক কি সব আক্রমণ নিয়ে কথা বলছিল। কিসের জেন আক্রমণ হয়েছে।
- বলিস কি!
- হ্যাঁ। কিন্তু কিসের যে আক্রমণ সেটা ঠিক বুঝতে পারলাম না।
- তীরে মানুষের সংখ্যা নামমাত্র। জাহাজ-নৌকা সবই একেবারে কমে গেছে। কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না।
- যা হচ্ছে ভালোই হচ্ছে।
- একথা কেন বলছিস?
- কারণ এই যে আমরা তীরের এত কাছে ঘুরে বেরাচ্ছি এটা কিন্তু ছয়-সাত পুরুষ আগেই বন্ধ হয়ে গিয়েছিল। কোনদিন ভেবেছিলি এত কাছ থেকে ডাঙা দেখতে পারবি?
- তা যা বলেছিস। পৃথিবী যেন আমাদের পাওনা অধিকার ফিরিয়ে দিচ্ছে।

[বঙ্গোপসাগরে দুই ডলফিনের মধ্যে কথা হচ্ছিল] 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন