আফ্রিকা থেকে ভারতে আসার গল্প
[এই লেখায় সকল জায়গার নাম বর্তমান সময়ের মানচিত্র অনুযায়ী ব্যবহার করা হয়েছে যেন বুঝতে সুবিধা হয়। আর আফ্রিকা থেকে ভারতবর্ষ আসার (বাব-এল-মান্দেব প্রণালী পেড়িয়ে) অংশটুকুই শুধু বর্ণনা করা হয়েছে (মানচিত্রে Mota নামের যায়গার কাছাকাছি নীল ডটেড লাইনটি দেখুন)। ] ৩,০০,০০০ বছর আগেও আধুনিক মানুষ (হোমো সেপিয়েন্স) পৃথিবীতে বসবাস করতো। তার প্রমাণ পাওয়া গেছে আফ্রিকার মরক্কোতে। আর আফ্রিকার বাইরে আধুনিক মানুষের থাকার সবচেয়ে পুরনো যে প্রমাণটি (১,৮০,০০০ বছর আগের) পাওয়া গেছে সেটি হোল ইজরাইলে। তবে তারা বেঁচে থাকতে পেরেছিল কি না সেটি নিশ্চিত করে বলা যায় না। আধুনিক মানুষের আফ্রিকা থেকে বেড়িয়ে এসে সফল ভাবে টিকে থাকার যে প্রমাণ আমরা পাই তা ৭০,০০০ বছর আগের। তারা আফ্রিকার দেশ ইরিত্রিয়া হয়ে জিবুতির (এটিও আফ্রিকার দেশ) উপর দিয়ে এসে পৌছায় লোহিত সাগরের পাড়ে। সেখান থেকে বাব-এল-মান্দেব প্রণালী পেরিয়ে পৌছায় ইয়েমেনে। তারপর সৌদি আরব, ওমান, কাতার, ইরান হয়ে পৌছায় আফগানিস্থানে। সব শেষে পাকিস্তান। এই পুরো যাত্রাটি কিন্তু অল্প সময়ে সম্পন্ন হয়নি; হয়েছিলো ৫০,০০০ বছরে। আর এমনও ভাবার কোন কারণ নেই যে আমি শুধু নির্দিষ্ট একটি দলকেই ব