ম্যাসেঞ্জার

কয়েক সেকেন্ড পরপর ম্যাসেজ আসছে।
- কি উত্তর দাও না কেন?
- এখন কথা বল না কেন?
- বল কথা, বল :(
- প্লিজ...
- কি গো :(

মোবাইলটা হাতে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলো লোকটি। কি উত্তর দেবে বুঝতে পারছে না। ওদিকে মেয়েটা উত্তরের জন্যে ব্যাস্ত হয়ে উঠেছে। মেয়েটার ম্যাসেজে এতক্ষণের রাগারাগির ঝাঁজটা আর নেই।
মধ্যবয়সী গুরুগম্ভীর লোকটির চোখদুটি ছলছল করে উঠলো। কি করে বলবে মেয়েটিকে যার উত্তরের জন্যে সে ব্যাস্ত হয়ে উঠেছে কয়েক মিনিট আগেই সেই ছেলেটি এক্সিডেন্টে মারা গেছে আর মোবাইলটা ছিটকে এসে পড়েছে তার পায়ের কাছে।

Comments

Popular posts from this blog

সরস্বতী কথন

সাগরে আলাপ

কে