Posts

Showing posts from July, 2016

মিশ্রণ - ৩

Image
১) নাসিকার অন্দরমহলে পানির প্রবাহ মোটেও সুখকর বিষয় নয়। কিন্তু কি আর করা? ভদ্র সমাজে চলতে গেলে তো আর নাকে টিস্যু গুজে রাখা যায় না তাই একের পর এক টিস্যু ঘষে ফেলছি আর টিস্যু কোম্পানির ব্যাবসার উন্নতি করছি। শরীরটা ভালো নেই দু'দিন ধরে। কতগুলো রোগ যে একসাথে ধরেছে কি বলব। ফর্মালিন খেয়ে খেয়ে বোধয় রোগ প্রতিরোধ ক্ষমতা জ্যামিতিক হারে কমতে শুরু করেছে। অফিস থেকে যে ছুটি নিয়ে কদিন রেস্ট নেবো তার তো জো নেই, তাই বাড়িতে মাকেই জ্বালাচ্ছি - এটা খাবো না ওটা খাবো, এরকম ভাবে না ওরকম ভাবে রাঁধো; আহা, রান্না সম্পর্কে যে আমার কত জ্ঞান! মা - বাবা আছে বলেই হয়তো এখনও আছি নইলে কবেই শেয়েল কুকুরে টেনে নিয়ে যেত।   ২) ভাষাহীনতা বলতে বোধয় কিছু হয় না, সবকিছুরি নিজস্ব একটা ভাষা আছে। যেমন ধরুন কিটারোর যন্ত্রসঙ্গীত। কি বলবেন এই যন্ত্রের ভাষাকে? আমার মতে 'মনের ভাষা' বলা উচিত, যাকে কোন অক্ষরে বাঁধা যায় না; শুধুই অনুভূতি। কিটারো সম্পর্কে ইমন জুবায়ের ভাই তার ব্লগে চমৎকার একটা পোস্ট করেছিলেন, পড়ে দেখতে পারেন । ৩) সারারাত ঘুম হয়নি, এপাশ-ওপাশ করছিলাম বিছানায়। শেষমেশ না পেরে উঠে পরলাম। ঘড়িতে তখন ছ'টা। শরী...

মিশ্রণ - ২

Image
১) গত ঈদের আগের ঈদে, সকাল সকাল দরজায় ঠক-ঠক, কার না মেজাজ খারাপ হবে। কি আর করা, উথে গিয়ে দরজা খুললাম, দেখি পাঁচ-ছয় বছরের একটা ছেলে দরজায় দাড়িয়ে। মেজাজটা তখন আর খারাপ হয়ে নেই। ছেলেটা ভাত চাইলো। বুকের ভেতর একটা মোচড় দিয়ে উঠেছিলো। জিজ্ঞেস করে জানা গেল - ষ্টেশনে থাকে, বাবা নেই, সাথে থাকে মা আর ছোট বোন। এরকম মানুষের সংখ্যা দেশে কম নয় যাদের ঈদের দিনেও ভাতের ক্ষুধা থাকে। নিজের জীবনের কষ্ট তো আছেই সেই সাথে এসকল মানুষের কষ্ট, কিছুতেই কোনটার কিনারা করা যাচ্ছে না; এটাই কি জীবন? জাভেদ আক্তারের 'তো জিন্দা হো তুম' কবিতাটার কথা মনে পড়লো... জীবন কি? সেই প্রশ্নের উত্তর দেওয়া আমার জন্যে কঠিন, আমি শুধু জানি আমি বেঁচে আছি আর তাই আমার জায়গা থেকে আমি কিছু করতে চাই, মানুষের জন্যে। ২) আসার কথা ছিল, এসে গেল; ঈদ। একটা কথা অনেককেই বলতে শুনি, ঈদে আর আগের মত আনন্দ পাই না; আমারও একই মত। কিন্তু কেন? হয়তো আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের দুঃখবোধ অতোটা গভীর ছিল না, তাই আনন্দটা দারুণ উপভোগ করতাম; পরিবেশও একটা কারন হতে পারে, এখন পরিবেশ আর আগের মত আনন্দদায়ক না।কারন যাই হোক, দিন বদলের জন্য আমাদের অবশ্যই নিজেদের...

মিশ্রণ - ১

Image
১) খারাপ খবরটাই আজকাল খবরে পরিনত হয়েছে। যাদের কাছ থেকে আশ্বাস পাচ্ছি তাদের বেশিরভাগের উপরেই আমাদের বিশ্বাস নেই। দেশে নির্ভরযোগ্য মিডিয়া নেই বললেই চলে, নির্ভরতার জন্য আমাদের ঘাটতে হচ্ছে বাইরের মিডিয়াগুলো। নিয়মিত আতঙ্কিত এই পৃথিবীতে তবুও আমরা আশায় বুক বাঁধি। তাই নিচিকেতার সাথে সুর মেলাতে চাই... যাইহোক আমাদের জীবন থেমে থাকবে না কোনোমতেই। শোক সুখ নিয়েই জীবন, জীবনকে বয়ে নিয়ে চলাই জীবন। ২) আমার এক মামা আছেন যিনি বেশ সাহসি আর রাগি। সাবাই তাকে বেশ সমঝে চলে। সবকিছুতেই তার একটা ডেমকেয়ার অবস্থান আছে শুধু বজ্রপাত ছাড়া, বজ্রপাত হলেই তিনি কেমন বদলে যান। দিশেহারা হয়ে যান, দৌড়ে ঘরের মধ্যে চলে এসে গুটিসুটি মেরে বসে থাকেন। আমার অবস্থা তার থেকে কিছুতা ভালো। আমি দিশেহারা হই না তবে ভয় লাগে খুব। তাই অনেকদিন ধরেই ভাবছিলাম এই বিষয়ে কিছু পড়াশোনা করবো, আজ সুযোগ পেয়ে করে ফেললাম। বজ্রপাত কি এবং এর কারন জানতে এই লেখাটি পড়ুন  অথবা এটি  অথবা এটি  আর বজ্রপাত থেকে বাঁচার উপায় জানতে এই লেখাটি পড়ুন । আপনার কি কোন ধারনা আছে এই মুহূর্তে পৃথিবীর কোথায় কোথায় বজ্রপাত হচ্ছে, আমার ধারনা আপনার জানা নেই; জা...