এবারের ঈদ
অন্য সব ঈদের মত এবারো টিকিটের দাম ছিল বেশি, গরুর দামটাও বেশ চড়াই গেছে। যদিও ভারতের কেউ কেউ বলেছিল গরু দেবেনা আমাদের কিন্তু শেষ অব্দি এলো। যদিও এবার কোন বড় ধরণের যানবাহন দুর্ঘটনার খবর আমাদের শুনতে হয়নি কিন্তু মক্কা আর মিনা’র ঘটনা আমাদের স্থির থাকতে দেয়নি। আর ঈদে চুরি-ছিন্তাই, সড়ক দুর্ঘটনা, দরিদ্রের ঈদ সবই প্রায় আগের মতোই আছে আথবা কিছুটা বেড়েছে।
এই অবস্থায় কেমন আর থাকা যায়?
(বড় করে দেখার জন্য ছবির উপর ক্লিক করুন)
![]() |
ঈদে গরুর দাম (গুগল করে পেলাম) |
![]() |
মক্কা দুর্ঘটনা (গুগল করে পেলাম) |
![]() |
মিনা’র দুর্ঘটনা (গুগল করে পেলাম) |
![]() |
এই পোস্টটি করার আগে পর্যন্ত প্রথম আলোতে সর্বাধিক পঠিত খবর |
![]() |
এই পোস্টটি করার আগে পর্যন্ত বিডি নিউজে সর্বাধিক পঠিত খবর |
এই অবস্থায় কেমন আর থাকা যায়?
Comments
Post a Comment