সরস্বতী কথন
![]() |
রাজা রাভি বার্মার আঁকা সরস্বতী
|
ধ্যান বা স্তোত্রবন্দনায় উল্লেখ না থাকলেও সরস্বতী ক্ষেত্রভেদে দ্বিভূজা
অথবা চতুর্ভূজা এবং মরাল(রাজহাঁস)বাহনা অথবা ময়ূরবাহনা। উত্তর ও দক্ষিণ
ভারতে সাধারণত ময়ূরবাহনা চতুর্ভূজা সরস্বতী পূজিত হন। ইনি অক্ষমালা,
কমণ্ডলু, বীণা ও বেদপুস্তকধারিণী। বাংলা তথা পূর্বভারতে সরস্বতী দ্বিভূজা ও
রাজহংসের পৃষ্ঠে আসীনা।
পরিশেষে একটা বস্তাপচা কৌতুকঃ
বাবা ছেলেকে সরস্বতী দেবীর মূর্তি দেখিয়ে বলছেন - বাবু ঠাকুর প্রণাম কর, ইনি তোমায় জ্ঞান দেবেন।
ছেলে - তাহলে পায়ের কছে সবসময় বসে থাকা পুরুতমশাইয়ের এই অবস্থা কেন? তার তো নাসায় থাকার কথা।
পরিশেষে একটা বস্তাপচা কৌতুকঃ
বাবা ছেলেকে সরস্বতী দেবীর মূর্তি দেখিয়ে বলছেন - বাবু ঠাকুর প্রণাম কর, ইনি তোমায় জ্ঞান দেবেন।
ছেলে - তাহলে পায়ের কছে সবসময় বসে থাকা পুরুতমশাইয়ের এই অবস্থা কেন? তার তো নাসায় থাকার কথা।
Comments
Post a Comment