মিশ্রণ - ৪
১) "সন্ত" উপাধি দেওয়া হলো মাদার টেরেসাকে; আপনার কি জানা আছে তিনি ঠিক কি ধরণের সমাজ ব্যবস্থা চাইতেন? এ প্রশ্ন করার উদ্দেশ্য, দরিদ্রের সেবার চাইতে দারিদ্রের কারণগুলোকে নির্মূল করা অধিক গুরুত্বপূর্ণ।
২) যে পনেরটি বাংলা (কলকাতার) সিনেমা আপনার অবশ্যই দেখা উচিৎ। লিস্টটা আমি করলে অবশ্য আরও বড় হতো।
৩) অ্যাজটেক সভ্যতার চেয়েও অক্সফোর্ড বেশি পুরোনো, বিশ্বাস হচ্ছে না?
৪)
ঈদের ছুটিতে নেট সংযোগের বাইরে ছিলাম তাই স্টকের সিনেমা দেখে কাটিয়ে দিলাম। মহেঞ্জোদারো সিনেমাটি দেখা হয়েছে কি? হলে ভালো না হলে দেখে নেবেন। মহেঞ্জোদারো সম্পর্কে তথ্য পাবেন এখানে। সিন্ধু সভ্যতার বৃহত্তম নগরী এটি। সিনেমাটিতে যেমন স্নানাগার দেখেছেন তেমন একটি মহাস্নানাগার সত্যিই ওখানে ছিল, এর রহস্যময়তা সম্পর্কে জানুন এখানে।
সিন্ধু সভ্যতার খবর এখানে পাবেন। সিন্ধু আর হরপ্পায় গুলাচ্ছেন নাতো? অবক্ষয়ের ফলে এই সভ্যতাটি পতনের দিকে যাচ্ছিল কিন্তু চূড়ান্ত পতন ঘটে আর্য-আক্রমণের ফলে। এবার যদি আপনার সিন্ধু আর বৈদিক সভ্যতা নিয়ে জানতে ইচ্ছে করে তাহলে এই পুরো অধ্যায়টি পড়ে ফেলতে পারেন।
৫)
৬) মার্গারিটা মামুন সম্পর্কে এদেশের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশের মতামত!
৭) হিংস্র সিনেমা - গেম, উত্তেজক গান, যুদ্ধ জয়ের খবর ইত্যাদির ভেতর দিয়ে আমরা কোন দিকে যাচ্ছি?
ছবি সূত্র - গুগল
২) যে পনেরটি বাংলা (কলকাতার) সিনেমা আপনার অবশ্যই দেখা উচিৎ। লিস্টটা আমি করলে অবশ্য আরও বড় হতো।
৩) অ্যাজটেক সভ্যতার চেয়েও অক্সফোর্ড বেশি পুরোনো, বিশ্বাস হচ্ছে না?
৪)
ঈদের ছুটিতে নেট সংযোগের বাইরে ছিলাম তাই স্টকের সিনেমা দেখে কাটিয়ে দিলাম। মহেঞ্জোদারো সিনেমাটি দেখা হয়েছে কি? হলে ভালো না হলে দেখে নেবেন। মহেঞ্জোদারো সম্পর্কে তথ্য পাবেন এখানে। সিন্ধু সভ্যতার বৃহত্তম নগরী এটি। সিনেমাটিতে যেমন স্নানাগার দেখেছেন তেমন একটি মহাস্নানাগার সত্যিই ওখানে ছিল, এর রহস্যময়তা সম্পর্কে জানুন এখানে।
সিন্ধু সভ্যতার খবর এখানে পাবেন। সিন্ধু আর হরপ্পায় গুলাচ্ছেন নাতো? অবক্ষয়ের ফলে এই সভ্যতাটি পতনের দিকে যাচ্ছিল কিন্তু চূড়ান্ত পতন ঘটে আর্য-আক্রমণের ফলে। এবার যদি আপনার সিন্ধু আর বৈদিক সভ্যতা নিয়ে জানতে ইচ্ছে করে তাহলে এই পুরো অধ্যায়টি পড়ে ফেলতে পারেন।
৫)
![]() |
ঈদুল আযহায় ঢাকা |
৬) মার্গারিটা মামুন সম্পর্কে এদেশের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশের মতামত!
৭) হিংস্র সিনেমা - গেম, উত্তেজক গান, যুদ্ধ জয়ের খবর ইত্যাদির ভেতর দিয়ে আমরা কোন দিকে যাচ্ছি?
Comments
Post a Comment